ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

'সুন্দরবন রক্ষা'য় বৃহস্পতিবার ঢাকায় হরতাল

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ , ০৯:১৯ পিএম


loading/img

সুন্দবনের নিকটবর্তী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল দাবিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকায় আধাবেলা হরতাল ডেকেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। হরতাল সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।  বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে সোমবার বাম রাজনৈতিক দলগুলো সমর্থিত এ নাগরিক কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, 'এটা বিস্ময়কর যে, সরকার এখনো বলে যাচ্ছে কোনো ক্ষতি হবে না। কিন্তু কোনো ক্ষতি হবে না-এটা তো উত্তর হতে পারে না। আমার ওপর বিশ্বাস রাখুন, ওটা এটা কোনো বিজ্ঞানসম্মত যুক্তি না। বিজ্ঞানের যুক্তি হচ্ছে, সুনির্দিষ্ট তথ্য, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্তে আসা।'

আনু মুহাম্মদ বলেন, 'বিরোধিতা সত্ত্বেও কেউ যদি জ্বালাও-পোড়াও করে অন্তর্ঘাত করতে চায় তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আপনার ও আপনার সন্তানদের জন্যও এ হরতাল। শান্তিপূর্ণ এ হরতালে সহযোগিতা করুন।' 

বিজ্ঞাপন

'সুন্দরবন রক্ষা'য় এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে গেলো ২৬ নভেম্বর মহাসমাবেশে এ হরতালের ঘোষণা দেয়া হয়েছিল। আধাবেলা এ হরতালে বিএনপিও সমর্থন জানিয়েছে।

এসজে/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |